পিরোজপুরের কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে মানবিক শাখা বন্ধ রয়েছে। মানবিক শাখা নিতে ইচ্ছুক ছাত্ররা বাধ্য হয়ে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় ভর্তি হতে হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে ছাত্ররা। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ মোট ১৭টি পদ থাকলেও শিক্ষক আছেন মাত্র ৮ জন। বিষয়ভিত্তিক সহ নয়টি পদ খালি রয়েছে। বাংলা বিভাগের দুই জন শিক্ষকের পদেই শূন্য, ইংরেজি বিভাগের একজন শিক্ষককে পদ খালি রয়েছে, সামাজিক বিজ্ঞানে দুইজন, বিজ্ঞানে একজন, ভূগোলে একজন ও ব্যবসার শিক্ষায় একজনের পদ দীর্ঘদিন ধরেই খালি রয়েছে। শিক্ষক ছাড়াও অফিস সহকারী একজন ও চতুর্থ শ্রেণীর তিনটি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। শিক্ষকের সংকটের কারণে দেখিয়ে মানবিক বিভাগ কয়েক বছর ধরে বন্ধ করে দেয়া হয়েছে। এ বিদ্যালয়ের ছাত্ররা এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগে অংশগ্রহণ করতে হচ্ছে। ২০২৩ সালে পাস করা বিদ্যালয়ের এক ছাত্র শূভ জানান, আমার মানবিক শাখা নেওয়ার ইচ্ছে থাকলেও বাধ্য হয়ে বাণিজ্য শাখা নিতে হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ৩৬০ জন ছাত্র রয়েছে। বিষয় ভিত্তিক শিক্ষক না থাকায় স্কুলটিতে জোড়া তালি দিয়ে এখন ক্লাস নেয়া হচ্ছে।
নবম শ্রেণির ছাত্র রায়হান জানান, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে ক্লাস নিতে অনেক সমস্যা হচ্ছে, একেক স্যারের প্রতিদিন চার-পাঁচটি করে ক্লাস নিতে হচ্ছে। কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র সেন জানান, শিক্ষক সংকট থাকার কারণে শ্রেণিকক্ষে ক্লাস নিতে হিমশিম খেতে হচ্ছে। অতিথি শিক্ষক দিয়ে ক্লাস চালিয়ে নিচ্ছি। এবং শিক্ষক সংকটের কারণে মানবিক শাখা বন্ধ রয়েছে। এ ব্যাপারে বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, শিক্ষক সংকট থাকলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের কাছে লিখিতভাবে জানাক আমরা তা ঢাকায় পাঠিয়ে দেব।