ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,এক মিনিট নীরবতা পালন,বঙ্গবন্ধুর উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি,উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,উপজেলা আওয়ামীলীগ,কৃষকলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ.ছাত্রলীগের নেতাকর্মীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সাংস্কৃতিক,সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার ভূমি মোনাব্বর হোসেন,থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিম কুমার পাল,সাধারণ সম্পাদক মো: লতিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া প্রমূখ। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: নুরে আলম,প্রধান শিক্ষক আবদুর রহিম ও প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী প্রমূখ। সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাষ্কন ও রচনা প্রতিযোগিতা,কবিতা আবৃতিতে বিজয়ীদের মধ্যে গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও বাদ জোহর জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চিত্রাষ্কন ও রচনা প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি এবং আলোচনা সভার আয়োজন করেন।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ,উপজেলা কৃষকলীগ ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার পৃথক পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগ,কৃষকলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ.ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিম কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ।
অন্যদিকে উপজেলা কৃষকলীগের উদ্যোগে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠ সংলগ্ন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ অলি মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ¦ মোঃ নাজির মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার।
অপরদিকে সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ছামদানী পিয়ারু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।