বরগুনায় বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের জনগনের শ্রদ্ধাজ্ঞাপন
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বরগুনা জেলা প্রশাসনের উদ্যাগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকাল সাড়েআটটায় বঙ্গবন্ধু কম্পেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার আবদুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: জাহাঙ্গির কবির। এ ছাড়া পৌর মেয়র অ্যাড. মোঃ কামরুল আহসান মহারাজ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, মহিলা আ.লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাএলীগ, যুবলীগ এবং বিভিন্ন ক্রিড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গনমাধ্যম কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ সমাজের সর্বস্তরের জনগন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন এবং শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এরপর জেলা প্রশাসনের উদ্যোগে এক শোক র্যালীর আয়োজন করা হয় যা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিভিন্ন সাামজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এ র্যালীতে অংশ নেয়।,