জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তীর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিনব্যাপী ফ্রি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ৩ শতাধিক অসহায় দরিদ্র নারী পুরূষের মাঝে বিতরণ করা হয়েছে শাড়ি ও লুঙ্গি। এই কর্মসূচি সমূহ উদ্বোধন কালে ডা: আশীষ বলেন, ৭৫ এর ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হওয়া জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই শোককে শক্তিতে রূপান্তর করে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করতে চাই। মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা: আদনান, সার্জারি বিশেষজ্ঞ ডা: সিফাত তানজিনা, ফিজিকেল মেডিসিন বিশেষজ্ঞ ডা: মেহেদী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: মারূফা।