নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষে শহরের তুলশীরাম সড়কে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান, সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও আওয়ামী লীগের সিনিয়র নেতা অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবীসহ অনেকে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।