পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প্য মাল্য অর্পনের মধ্যদিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো ব্যাচ ধারন, কুইজ ও চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার বিতরণ, যুব লোনের চেক হন্তান্তর এবং স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন সহ মন্দির-মসজিদে বিশেষ প্রার্থনার ব্যবস্থা উল্লেখযোগ্য। উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মো: হুমায়ুন কবির, আটোয়ারী থানার ওসি মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার মোছা: নুরজাহান খাতুন, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আটোয়ারী থানা, স্বাস্থ্য বিভাগ, পল্লী বিদ্যুৎ বিভাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে শোক দিবসের কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকের নেতৃত্বে আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প্য মাল্য অর্পন করেন। পরে শোক র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শোক দিবসের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শেষে জাতির পিতা সহ তাঁর পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ মোনাজাত এবং তোবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
উল্লেখ্য, শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। জাতির জনককে স্বপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যার ৪৮ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তসত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তাঁরা প্রাণে রক্ষা পান।