পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের উপকারভোগীদের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে তেঁতুলিয়া সদরের গ্রামীণ শাখা অফিসে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর (ডাবলু) শুভ এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় গ্রামীণ ব্যাংকের পঞ্চগড় অঞ্চলের এরিয়া ম্যানেজার ওসমান গণি প্রামানিক, তেঁতুলিয়া শাখা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম শাহ, তেঁতুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, আহনাফ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক এম এ বাসেত সহ গ্রামীণ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী, গণমান ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় চার হাজার উপভোগীর মাঝে প্রত্যেককে মেহগণি, পেঁয়ারা ও সুপারি সহ ৩টি করে গাছের চারা প্রদান করা হয়। শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।