কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা বাজার সিনিয়র আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও আলোচনা সভা মঙ্গলবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলনা মীর হোসাইন।
মাদ্রাসা শিক্ষক আবদুল মিয়া ও জোবায়ের হোসেন পাপ্পুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আফছার, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী, বটতলী ইউনিয়ন সাবেক চেয়াম্যান এন কে এম সিরাজুল আলম, উপজেলা আ.লীগ উপদেষ্টা ডাক্তার ইসহাক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রহিম মোল্লা, সাধারণ সম্পাদক এস আর সাহাব উদ্দিন ভূঁইয়া, মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি ওমর ফারুক লিটন, উপজেলা কৃষক লীগ সভাপতি হারুনুর রশিদ, মাদ্রাসা বিদ্যুৎসাহি সদস্য আইউব আলী মোল্লা টিপু, ইউনিয়ন পরিষদ সদস্য নুরুন্নবী মজুমদার, মাদরসা শিক্ষক প্রতিনিধি এ কে এম ফজলুল হক মজুমদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদ্রাসা সুপার শরীফ মোহাম্মদ বেলাল হোসেন, মাদ্রাসা অভিভাবক সদস্য মুফতি এম সাইদুজ্জামান, ইয়াছিন মোল্লা, হাফেজ কেফায়েতুল্লাহ মিয়াজী, শিক্ষক প্রতিনিধি এস এম ইউসুফ মোল্লা নেছারী,ফাতেমা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য জোসনা বেগম, যুব নেতা আলমগীর হোসেন স্বপন প্রমুখ।
অনুষ্ঠান শেষে আলিম পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা এ এস এম শামছুল হুদা।