ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সদস্য ও ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। সোমবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আশীষ সরাইল সদরের উচালিয়াপাড়া গ্রামের প্রয়াত আশুতোষ চক্রবর্তীর ছেলে। প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশীষ কুমার চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করছি। সরাইল আশুগঞ্জকে উন্নয়নের মডেল করতে চাই। তাই একটি ফ্ল্যাটফরম দরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রত্যাশা করছি। তিনি বলেন, আমি আপনাদের জনপ্রতিনিধি হতে পারলে কাজের গতি আরো বেশি বেগবান হবে। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে আমার বিশেষ কিছু পরিকল্পনা আছে, সেগুলো ও বাস্তবায়ন করা সম্ভবপর হবে। আমি এখানে শিক্ষা স্বাস্থ্য ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে কাজ করতে চাই। আমি তৃণমূলের জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করছি। আমি আমার মূল ম্যাসেজটি সকলের কাছে পৌঁছে দিচ্ছি। ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাবের সাংবাদিকরা আমার পাশে থেকে লিখনির মাধ্যমে সহযোগিতা করলে আমি আরো এগিয়ে যেতে পারব। আমি এই সংগঠনকে সর্বসময় পাশে চাই। সভায় বক্তব্য রাখেন- সহসভাপতি জুলকার নাঈন, প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, অর্থ সম্পাদক আবদুল করিম, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ইব্রাহিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, কার্যনির্বাহী সদস্য তারিকুল ইসলাম দুলাল, সাবেক সহসভাপতি সামছুল আরেফিন, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সদস্য মুরাদ খান, শেখ মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক দীপক কুমার দেবনাথ। আগামী ১৪ আগস্ট জনসংযোগের পাশাপাশি ১৫ আগস্ট সরাইলের জনসাধারণের জন্য ফ্রি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্প এবং সরাইলের অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে বস্ত্র বিতরণ (শুধুমাত্র টোকেন প্রদর্শণ সাপেক্ষে) অনুষ্ঠিত হবে।