রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৭ জন নিহত হওয়ার ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া কলেজ ছাত্র পাভেল ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পাভেল বলেন,২০২১ সালের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে মাইক্রোবাস ও হানিফ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা ১৮ জন যাত্রীর মধ্যে পাভেলের বাবা-মাসহ ১৭ জনই মারা যায়। এতে একমাত্র পাভেলই প্রাণে বেঁচে যায়। বাস মালিক কোনো ক্ষতিপূরণ না দেয়ায় তার ভবিষ্যত এখন অনিশ্চিত। তাই ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের। উল্লেখ্য,২০২১ সালের ২৬ মার্চ দুপুরে রাজশাহীর কাটাখালীতে মর্মান্তিক ওই দূর্ঘটনা ঘটে। এতে প্রাণে বেঁচে যান একমাত্র পাভেল ইসলাম। সে রংপুর পুলিশ লাইন্স স্কুল এ- কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তো। আর্থিক সংকটে লেখাপড়ায় ইতি টানতে বাধ্য হয়েছে। একমাত্র ছোট বোন মোহনা আক্তার জান্নাতি মৌ কে নিয়ে মেধাবী পাভেল পড়তে চায়, বাঁচতে চায়। কিন্তু হানিফ পরিবহন এখন পর্যন্ত ক্ষতিপুরণ কিংবা সহায়তা না দেয়ায় দুই ভাইবোনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ওই দূঘর্টনায় দায়েরকৃত মামলার বাদী রাজশাহীর কাটাখালি থানার এসআই নুর মোহাম্মদ। যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার চার্জশীট দেয়ার পর পুলিশের আর কিছু করার থাকে না।