মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গৌরগঞ্জ খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের শিশুসহ ৯জনের মৃত্যুর ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ সড়কে মানববন্ধনে অংশ নেয় শতশত নারী-পুরুষ। ঘটনায় জড়িত এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত স্বজনহারা ভুক্তভোগীরা বলেন, মামলাটি সঠিক তদন্ত করে দোষীদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসী দাবী করেন এবং পাশাপাশি বালুবাহী বাল্কহেড এ খালে চলাচল বন্ধের জোর দাবী তুলেন বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রীবৃন্দ, নিহত পরিবারের স্বজনসহ বিভিন্ন শ্রেণি পেশার সহ¯্রাধিক মানুষ।
উল্লেখ্য গত ৫ আগস্ট রাত ৮টার দিকে লৌহজং থানাধীন খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গুদারাঘাট এলাকায় বালু বাহী বাল্কহেড ইঞ্জিন চালিত ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলার ডুবে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের নারী-শিশু সহ ৯জন প্রাণ হারায় ও এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। এ বিষয়ে লৌহজং থানায় একটি মামলা হয়েছে।