নীলফামারীর সৈয়দপুরে বাড়ীর পাশে পানি ভরা ধান ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৪ আগস্ট সকালে এ ঘটনা ঘটে বোতলাগাড়ী ইউনয়িনের প্রামানিকপাড়ায়।
নিহত তানজিমুল আলম তমাল (২২) ওই এলাকার জাহাঙ্গীর আলম বাবুলের একমাত্র ছেলে। সে গত বছর সৈয়দপুর বিএম কলেজ থেকে এইচএসসি পাশ করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের মা জানান, তার ছেলে তানজিমুল আলম সৌখিন ফটোগ্রাফার ও দিনাজপুরের বীরগঞ্জ নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার হিসেবে খ-কালীন কাজ করতেন। তার বাবা জাহাঙ্গীর আলম সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসে কর্মরত।
জাহাঙ্গীর আলম বলেন তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। রোববার নিহতের মা বাবার বাড়ী ডোমার থেকে বাসায় আসে। বাসায় এসে ছেলের সাথে মায়ের দেখা হয়নি। রাতে ফোনে মায়ের সাথে তার কথা হয়। দেরিতে বাসায় ফিরবে বলে জানায়। সোমবার সকালে ঘরের দরজা খোলা দেখে তারা আশপাশে হাটাহাটি করতে থাকে। এক পর্যায় পাশের লোকজন ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে খবর দেয় বাড়ীতে। পরে থানা পুলিশ এসে লাশ উদ্নার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনা স্থান পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম। ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।