পিরোজপুরের নাজিরপুরে জমির পানিতে ভাসমান অবস্থায় মোসাম্মাৎ রাবেয়া আক্তার (০৪) নামের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের দক্ষিন পাকুরিয়া গ্রামে। নিহত রাবেয়া আক্তার ওই গ্রামের মো. আক্কেল আলীর কন্যা। নিহতের পরিবার ও থানা পুলিশের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, ওই দিন দুপুর ২টার দিকে স্থানীয় ইদ্রিস আলী নামের এক কৃষক ওই শিশুটির বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে গিয়ে তাকে জমির পানিতে ভাসতে দেখে। পরে তিনি ডাক চিৎকার দিলে স্থানীরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অসিত কুমার মিস্ত্রী জানান, শিশুটিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটন সহ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।