পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরের হাসপাতালের সামনের একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। শনিবার (১২আগষ্ট) দিবাগত রাতে উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মার্কেটের পায়েল মোবাইল সেন্টারে এ চুরি সংঘঠিত হয়। চোর চক্র ওই দোকানের নগদ টাকা ও বিভিন্ন ব্রান্ডের মূল্যবান কয়েকটি মোবাইল ফোন সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নেয়। ওই দোকানের মালিক ও হাসপাতাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মারফুদ হোসেন সবুজ জানান, রাতের কোন একসময় চোর চক্র তার দোকানের সিলিং কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় দোকানের প্রায় ৪ লাখ টাকার মোবাইল ফোন ও নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে গেছে। নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।