নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা রবিার সকাল ৮টায় বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা। রোববার ১৩ আগস্ট সকাল আটটা থেকে সকাল ১০টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে শ্রমিক-কর্মচারীরা। আশুগঞ্জ সারকারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেনের সার্বিক পরিচালনায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবী নিয়ে এই মানব বন্ধন এবং বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র-সহ-সভাপতি তৈমুর রহমান, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সিনিয়র সহ- সভাপতি জাহিদুর রহমান,সিবিএ নেতা ইসরাইল আলী মন্ডল প্রমুখ।
কারখানার শ্রমিক-কর্মচারীরা জানান, আগামী তিন দিনের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা।