ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবী হোসেন (৩০) নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। রোববার দুপুরের দিকে সরাইল সদর ইউনিয়নের বণিকপাড়ায় হাফেজ মো. এমরান মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সদর ইউনিয়নের ছোটদেওয়ান পাড়ার প্রয়াত জাফর মিয়ার ছেলে নবী হোসেন। টাকার বিনিময়ে ডাবগাছ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতো নবী হোসেন। রোববার বণিকপাড়ার ওই বাড়িতে ডাবগাছ পরিস্কার করতে যায়। বৃষ্টি থাকায় বাড়ির মালিক নিষেধ করেছিলেন। নিজের প্রয়োজনের কথা বলে গাছে ওঠে পড়েন নবী হোসেন। গাছের পাশে একটি জিআই ক্যাবলের সাথে বিদ্যুতের লাইন সংযুক্ত ছিল। কাজ করার সময় মনের অজান্তে ওই জিআই ক্যাবলের নবী হোসেনের শরীর লেগে যায়। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় নবী হোসেন। পুলিশ নবী হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।