বছর জুড়েই চাহিদা থাকে কলার। এই সুযোগে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে কলা পাকাতে ব্যস্ত চাঁদপুরের কতিপয় অসাধু ব্যবসায়ী। এদিকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে কাঁচা কলা পাকানোর দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি টীম। এ ছাড়া রাসায়নিকে পাকানো কলা নষ্ট করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, রোববার (১৩ আগস্ট) সকালে চাঁদপুর শহরের পাল বাজার, চৌধুরীঘাট, কয়লাঘাট ও রেলওয়ে বড়স্টেশন মোলহেড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। পাল বাজারের চৌধুরীঘাটের অনেকগুলো কলার দোকান তদারকি করা হয়, এ সময় ‘ভাই ভাই কলা আড়ত’ প্রতিষ্ঠানে কাঁচা কলা পাকাতে কেমিক্যাল (প্রোমোট-ইথিলিন) ব্যবহার করতে দেখা যায়। দেখার সাথে সাথে দোকান মালিক তা লুকিয়ে রাখার চেষ্টা করেন। পরবর্তীতে কেমিকেলটা হাতেনাতে ধরে ফেলা হয় এবং দোকান মালিক তার দোষ স্বীকার করেন। খাদ্যদ্রব্যে নিষিদ্ধ দ্রব্যের মিশানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ভাই ভাই কলা আড়তকে ২০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানের সময় ভোক্তা অধিকার বাজার তদেরকেই কাজে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার এস আই নয়ন আচার্যীসহ সঙ্গীও পুলিশ ফোর্স।