শনিবার যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও ঝিকরগাছা পেন ফাউন্ডেশনের আয়োজনে পেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড বিজয়ী সফল নারী উদ্যোক্তা মেঘনা ইমদাদ এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আরব আলী প্রধান অতিথির বক্তেবে বলেন- অসীম সাহসী, সৃজনশীল ও সম্ভাবনাময় যুবসমাজ যুগ যুগ ধরে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন করছে। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সাবেক উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ঘোষ, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা ইমদাদুল হক ইমদাদ, সাদা মনের মানুষ মো. ছায়েদ আলী, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সভাপতি শাহানুল কবির হ্যাপি। আলোচনাসভা শেষে উপস্থিত স্বপ্নলোকের পাঠশালার শিক্ষার্থীদের অভিভাবক, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী জনাব আলফ্রেড মন্ডল, স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক তাহেরা খাতুন রুমি ও শ্যামলী ইয়াসমিন, কমিটির সদস্য জানুমন, স্বেচ্ছাসেবক শান্তাহার মিথি, তুষার কুমার, রোহান প্রমুখ।