চলমান আন্দোলন কর্মসুচিতে তৃণমূলের সক্রিয় অংশ গ্রহনের লক্ষ্যে মাঠ পর্যায়ে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে গতকাল গাইবান্ধা সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও বিগত নির্বাচনে দলীয় সাংসদ প্রার্থী ফারুক আলম সরকার। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ¦ নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আতিকুর রহমান রানার পরিচালনায় এতে আরো বক্তব্য দেন, বিএনপি নেতা স্বপন শেখ, আনিসুর রহমান, জিল্লুর রহমান, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।