মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে খুকি আক্তার (৪৮) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। মাকে বাঁচাতে গিয়ে ছেলে হোসাইন(১৫) গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর আনুমানিক একটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত খুকি আক্তার কুমিল্লার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের সহধর্মিণী। এবং শান্তিনগর গ্রামের খোকন মিয়ার ভাড়াটিয়া বলে জানা যায়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নাতনি নুসরাত জাহান(২) কে সাথে নিয়ে ছাদের উপর ভেজা কাপড় শুকাতে যান খুকি আক্তার। ছাদের অনুমান ৪ ফিট দূরত্ব দিয়ে বৈদ্যুতিক লাইনের তারের সাথে একটি লোহার রডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদের উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় নাতনির চিৎকার চেঁচামেচি করলে চিৎকারের শব্দ পেয়ে খুকি আক্তারের মেয়ে শাহিনা আক্তার(২২) ও ছেলে মো. হোসাইন (১৫) দ্রুত ছাদের উপর গিয়ে তাদের মাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎপৃষ্ট হয় আহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে গজারিয়া ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত খুকি আক্তার কে উদ্ধার করে। নিহতের ছেলে মো.হোসাইন বর্তমান শেখ হাসিনা ভার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি আছে।গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।