পঞ্চগড়ের বোদায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কুইন্স কলেজ ঢাকা। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ৪৯০ জন্য জিপিএ-৫ ও জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রত্যক শিক্ষার্থীদের একটি করে সনদপত্র ও একটি করে ব্যাগ প্রদান করা হয়েছে। ওই সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী, বোদা মড়েল সরকারি স্কুল এ- কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ।