বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় ৯৩ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেছে রংপুর জেলা যুবলীগ। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
মহতি এই কার্যক্রমে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সদস্য ওয়াসিমুল বারি শিমু, যুবলীগ নেতা আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, মেরাজুল ইসলাম মেরাজ, আবদুস সোবহান মিয়া প্রমুখ।
এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে সমাজের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের জন্য এধরণের উদ্যোগকে স্বাগত জানান নেতৃবৃন্দ। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের সেবায় জন্য নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।