পঞ্চগড়ের আটোয়ারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। আটোয়ারী উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে ৮ আগস্ট সকালে তাঁর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা হয়। অত:পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে পরিষদের কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বঙ্গমাতার ৯৩ তম জন্মদিনে ৯৩ জন শিক্ষার্থীকে আমলকি গাছের চারা এবং ১২ জন দুঃস্থ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের কর্মসূচীতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার মোছা নুরজাহান খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাশিদা আক্তার রেশমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
উল্লেখ যে, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম শেখ জহুরুল হক, মায়ের নাম হোসনে আরা বেগম। বাবা-মায়ের কনিষ্ঠ সন্তান ফজিলাতুন্নেছার গায়ের রং ফুলের মতো ছিল বলে মা তাঁকে ডাকতেন রেণু নামে। রেণুর বয়স যখন মাত্র তিন বছর তখন তাঁর বাবার মৃত্যু হয়। পিতামহ শেখ আবুল কাশেমের সিদ্ধান্তে তের বছর বয়সি চাচাত ভাই শেখ মুজিবুর রহমানের সঙ্গে তিন বছর বয়সে রেণুর বিয়ে দেওয়া হয়। রেণুর পাঁচ বছর বয়সে তাঁর মায়ের মৃত্যু হয়। সাত বছর বয়সে রেণুর দাদার মৃত্যু হলে তাঁকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধুর মায়ের কাছে। বঙ্গবন্ধুর মাতা সায়েরা খাতুন নিজের সন্তানদের সঙ্গে রেণুকেও সন্তানস্নেহে লালন-পালন করেন। অত:পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট অকৃতজ্ঞ কিছু বাঙালীর কারণে বাংলাদেশের ইতিহাসে রচিত হলো কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধুর আজন্ম ছায়াসঙ্গী, সহযোদ্ধা, সকল অনুপ্রেরণার উৎস বঙ্গমাতা ফজিলাতুন্নেছা যে সম্মান আর ভালোবাসায় দুজন দুজনের প্রতি উৎসর্গীকৃত ছিলেন, ছিলেন পরস্পরের পরিপূরক, মৃত্যুকেও তাঁরা বরণ করে নিলেন একই সঙ্গে। তাঁদের সকলের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।