সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট হাই স্কুল সংলগ্ন নির্মাণাধীন ব্রীজের বিকল্প রাস্তাটি বর্ষার পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে এপথে চলাচলরত যানবাহন সহ রোগী, শিশু, বৃদ্ধ মানুষ সবাইকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসী জানায়, ব্রীজটি চলাচলের অনুপোযোগী হয়ে যাওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেটি পূর্ণনির্মানের উদ্যোগ নেয়। সোনারগাঁ আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাদিম এন্টারপ্রাইজ ব্রীজ নির্মানের কাজ পায়। গত ৪/৫ মাস পূর্বে ব্রীজটি ভেঙ্গে ফেলার পর যানবাহন এবং মানুষের চলাচলের জন্য ব্রীজের পাশে বিকল্প একটি রাস্তা তৌরী করা হয়েছিলো। সম্প্রতি অতি বর্ষণ ও বর্ষার পানি বেড়ে যাওয়ার ফলে ব্রীজের পাশের বিকল্প রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। ফলে এই বিকল্প রাস্তা দিয়ে যানবহন এবং মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে দূর-দূরান্ত থেকে মানুষ যাতায়াত করার জন্য এপথে এসে বিপাকে পরে যায়। যানবাহন পারাপারের বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। একটি সূত্রে জানায়, ব্রীজের নিচ দিয়ে বিকল্প রাস্তা করার জন্য পর্যাপ্ত বাজেট থাকলেও নাম মাত্র রাস্তার কাজ করায় বর্ষার অল্প পানিতেই রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চমী ঘাট বাজারের একজন ব্যবসায়ী বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারণে এই ব্রীজের কাজ দ্রুত সম্পূর্ণ না হওয়ার কারণে আমাদের বাজারে কোন মালবাহী গাড়ি ও আশপাশে এলাকার লোকজন কেনাকাটা করতে আসতে পারে না। সেজন্য বাজারের সকল ব্যবসায়ীরা আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্র হচ্ছেন।
এব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাদিম এন্টারপ্রাইজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।