খুলনার ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর উদ্যোগে 'দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক ৪দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিত'র প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শিকদার জার্জিস হোসেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দলিত'র স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, অঞ্জনা দাস, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, চিন্তা দাশ প্রমুখ। ৪দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণে ১২টি দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করছেন।