উপকুলীয় জনপদ খুলনার কয়রা উপজেলা সদরে কোন পাবলিক টয়লেট বা গণশৌচাগারের না থাকায় চরম জনদুর্ভোগে পড়তে হয় বাজারে আসা মানুষ সহ বাজার ব্যবসায়ীদের। মলমূত্রের বেগ হলে চেপে রাখা কত যে কষ্টকর গণশৌচাগার না পেয়ে এমন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন যারা হয়েছেন তারাই বিষয়টি উপলব্ধি করতে পারবেন। অথচ এ ব্যাপারে কোনো মাথাব্যথা নেই কর্তৃপক্ষের। কয়রার প্রত্যান্ত গ্রামগঞ্জ ও বিভিন্ন স্থান থেকে ছুটে আসা জনসাধারকে চরম দুর্ভোগ থেকে রেহাই পেতে পাবালিক টয়লেট নির্মানের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। কয়রা বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ আঃ কুদ্দুস বলেন, বৃহত্তর কয়রা বাজারে কাঁচামালের আড়ত ও মৎস্য আড়ত চলে সপ্তাহের ৭ দিন। এ কারণে প্রতিদিনই সাধারণত বাজারে লোকজনের সংখ্যা বৃদ্ধি পায়। এ ছাড়া কয়রা উপজেলা পরিষদ, কয়রা থানা, সাব-রেজিস্ট্রি অফিস, আদালত, ইউনিয়ন পরিষদ, কাজী অফিস, ভূমি অফিস ও বিভিন্ন সরকারি অফিস ব্যাংক কিংবা বীমা কয়রা বাজারে হওয়াতে সব সময় পুরুষ ও মহিলাদের আনাগোনা থাকে বাজারে।যার কারণে পাবালিক টয়লেই না থাকায় ভোগান্তীতে পড়ে মানুষ। বিশেষ করে মহিলা পথচারিদের ভোগান্তিতে পড়তে হয় বেশির ভাগই। কয়রা বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে জানা গেছে, এতবড় ঐতিহ্যবাহী কয়রা বাজারের কোথাও কোনো স্থানে কোনো সরকারি পাবলিক টয়লেট বা গণশৌচাগার নেই। ফলে নানান দুর্ভোগের শিকার হচ্ছে পথচারীরা ও ব্যাবসায়ীরা। কেনাকাটা ও বিভিন্ন কাজে আসা মহিলাদের সাথে থাকা শিশুদের মলমূত্র বিভিন্ন স্থানে ফেলানো হয়। ফলে দুগন্ধের কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় মাঝে মাঝে। অনেকে আবার বাধ্য হয়ে বাজারের গলি ও সড়কের পাশে মলমূত্র ত্যাগ করছেন। এর ফলে সৃষ্ট দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এতে করে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে কয়রা ব্যস্ততম বাজারে গুরুত্বপূর্ণ স্থানে একটি স্বাস্থ্য সম্মত গণশৌচাগার স্থাপনের দাবি সকলের। কয়রা বাজারের দোকানে আসা কাস্টমার ফরহাদ হোসেন বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হয়। প্রয়োজন দেখা দিলে বেশিরভাগ মানুষই স্থানীয় মসজিদের শৌচাগার বা আশপাশের খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে থাকেন। সময় সময় মসজিদ খোলা থাকেনা। অনেক সময় তালা ঝুলানো থাকে। এজন্য অনেক সমস্যায় পড়তে হয়। কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম বলেন, কয়রা বাজারের গুরুত্বপুর্ন পয়েন্টে গণশৌচাগার নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হচ্ছে।