গাজীপুরের কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, ওসি (অপারেশন) আশিকিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, অধ্যক্ষ নুরুল ইসলাম, প্রেসক্লাবের পক্ষ থেকে ইত্তেফাকের সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির, আওয়ামী লীগের পক্ষ থেকে সাংবাদিক মুজিবুর রহমান মিলন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাহমুদুল হাসান মারুফ প্রমুখ।
এ সময় বক্তারা উপজেলার শীতলক্ষ্যা নদীর ভাঙন রোধ, অবৈধ দখল, বিভিন্ন বাজারের ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম কাপাসিয়া উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম টিআর প্রকল্পের অধীনে উপজেলার সূর্যবালা বালিকা উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২ টি সাইকেল বিতরণ করেন।