বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে গাছের চারা বিতরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শনিবার কুড়িমারা আলোকিত যুব সংঘ শেখ কামালের জন্মবার্ষিকীতে বিভিন্ন ধরণে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করে। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাহজাহান গাছের চারা বিতরণ উদ্বোধন করেন।
এ সময় কুড়িমারা আলোকিত যুব সংঘ এর সভাপতি জুনায়েদ হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মাহতাব, নাজমুল হক, আবুল কালাম, মুখলেছুর রহমান, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম, মাজহারুল ইসলাম, আব্দুল আহাদ, এনামুল হক লিটন, সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া কুড়িমারা আলোকিত যুব সংঘের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।