মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয় হল রুমে রোববার সকাল সাড়ে ১০ টায় আস সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে ও ইয়ুথ ম্যাপ গ্রুপের সহযোগিতায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও শিক্ষাথীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীর। ইয়ুথ ম্যাপ গ্রুপের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেয়া চাকলাদার ও ইয়ুথ ম্যাপ গ্রুপের নারী বিষয়ক সম্পাদক মারিফা আক্তার প্রিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া ও জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ুথ ম্যাপ গ্রুপের সভাপতি ফাহিম শেখ।