অপ্রতিরোধ্য ভাবে বেড়েই চলেছে ভূয়া সাংবাদিকদের দৌরাত্ম্য। আর এইসব সাংবাদিকের ফাঁদে পড়ে হয়রানি শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সাংবাদিক পরিচয়ে সংবাদ প্রকাশের কথা বলে অর্থ আদায়, দুর্নীতির সংবাদ প্রকাশ করার হুমকি দিয়ে চাঁদা দাবি, মোটরসাইকেলের সামনে প্রেস বা সাংবাদিক লিখে মাদকের ব্যবসা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে অনেকে। এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে মূলধারার পেশাদার সাংবাদিকরা। তবে এই ভুয়া সাংবাদিক পরিচয়দানকারীদের বিষয়ে মুখ খুলতে নারাজ প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছে এই ভুয়া সাংবাদিকরা। উপজেলায় মূলধারার পেশাদার সাংবাদিকের সংখ্যা ১৫-২০জন হতে পারে। তবে বিভিন্ন অনলাইন, ফেইসবুক পেইজ, স্বঘোষিত নামধারী সাংবাদিক পরিচয়দানকারীর সংখ্যা শতাধিক ছাড়িয়ে। এসব হলুদ সাংবাদিকদের কবলে পড়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা সহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা। নামধারী এসব হলুদ সাংবাদিক পরিচয়দানকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে অনেকেই। এমনকি পেশাদার সাংবাদিকেরাও এসব প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিজেদের ঐতিহ্য, সুনাম ও ব্যক্তিত্ব হারাচ্ছে। আবার কেউ কেউ সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অপকর্ম দুর্নীতি ঢাকতে চাইছে। এ তালিকায় জনপ্রতিনিধি থেকে শুরু করে টাকা আত্মসাৎকারী নাম সর্বস্ব সমিতির মালিকও এখন সাংবাদিক পরিচয় দিচ্ছে। ফলে সাংবাদিকতার মান নিয়েও প্রশ্ন উঠছে। এসব হলুদ সাংবাদিকরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করা সহ প্রকাশ্যে দল ও নেতাদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণাসহ প্রেসকার্ড গলায় ঝুঁলিয়ে ও গাড়িতে স্টিকার লাগিয়ে ঘোরাঘুরি করছে। এমনকি পেশাদার সাংবাদিকদের লেখা প্রকাশিত নিউজ কপি করে অনলাইন বা নামমাত্র পেইজে নিজের নামে প্রচার করছে। জ্যেষ্ঠ সংবাদিকদের ধারনা, রাজনীতিবিদরা দলীয় লোকদের সাংবাদিক বানিয়ে পেশাদার সাংবাদিকদের বিপাকে ফেলানোর চেষ্টা অব্যাহত রেখেছে রাজনীতিবিদরা। এসব আইনের অপ্রতুল ও প্রয়োগের ব্যর্থতার কারণে দেশের সাংবাদিকতা ও সংবাদ মাধ্যমগুলোর মান দিনে দিনে নিম্নমুখী হচ্ছে। অনেক সুশীল ও সচেতন পাঠক মুখ ফিরিয়ে নিচ্ছেন সংবাদ মাধ্যম থেকে। অন্যদিকে এর প্রভাব পড়ছে সংবাদ মাধ্যমের উপর। এই অবয়ের কারণেই শ্রেণী বিভক্তি দেখা দিয়েছে সাংবাদিক ও সংবাদ মাধ্যমে। তাই এসব হলুদ ও অপণ্ডসাংবাদিকতার বিরুদ্ধে এখনই প্রশাসনসহ সাংবাদিক নেতাদের উচিত তাদের চিহিৃত করে আইনের আওতায় নিয়ে আসা। এর মুলে কাদের হাত রয়েছে, খুঁজে বের করে শাস্তি প্রদান করা।