মুন্সীগঞ্জের গজারিয়ায় রান্না ঘরের গ্যাসের চুলার আগুনে দগ্ধ সাথী আক্তার (২০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণী মারা গেছেন।
এর আগে আগুনে দগ্ধ হয়ে গুরুত্বর আহত অবস্থায় ওই তরুণী কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করেন। সেখানে ৭দিন চিকিৎসাধীন থাকার পর গেল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি
মারা যান।
তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা
শাহজাহান শেখ ও চায়না বেগম এর দম্পতির মেয়ে।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাথী আক্তারের লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হলে ওইদিন সকাল ৯টার দিকে তাকে জানাজা নামাজ শেষে বালুয়াকান্দি কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে সাথী আক্তার রান্নাঘরের গ্যাসের চুলার আগুন থেকে তাঁর পরনের কাপড়ে আগুন লাগে। প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তার স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এব্যাপারে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম বলেন, গ্যাসের চুলার আগুনে সাথী আক্তার দগ্ধ হয়ে মারা গেছেন বলে তাঁর পরিবারের লোকজন বলেছেন।