নাগরিকত্ব প্রমাণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরিতে নিয়োগ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নিবন্ধনসহ দেশে ১৯টি ক্ষেত্রে জন্মসনদের প্রয়োজন হয়। আবার কেউ মারা গেলে মৃত্যু নিবন্ধনের জন্যও লাগে জন্মসনদ। এটি না থাকলে উত্তরাধিকার নিশ্চিত করা যায় না। সব মিলে জন্মসনদ একজন নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথি। অথচ এ সনদ পেতে ভোগান্তির শেষ নেই নাগরিকদের। রয়েছে নানান অভিযোগ। নাগরিকদের অভিযোগ, যথা সময়ে জন্মসনদ দিতে পারছে না ঢাকার দুই সিটি করপোরেশন। নতুন জন্মসনদে থাকছে ভুল-ভ্রান্তি। সংশোধনে আরেক দফা হয়রানির শিকার হতে হচ্ছে। জন্মনিবন্ধনে সরকার নির্ধারিত টাকার চেয়ে দিতে হয় বেশি টাকা। বেশি টাকা না দিলে যথা সময়ে সনদ পাওয়া যায় না। করপোরেশনের চোখের সামনে এমন ঘটনা ঘটলেও তাদের থাকছে না কোনো ভূমিকা। তাই সরকার জন্ম ও মৃত্যুনিবন্ধনের জন্য ফি পরিশোধে ই-পেমেন্ট চালু করেছেন। নতুন আবেদন ও সংশোধনের জন্য অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ ফি দেওয়া যাবে। তবে অনেক স্থানেই দেখা যায়, সেখানে নতুন আবেদনের ক্ষেত্রে ই-পেমেন্ট নেওয়া হলেও সংশোধনের ক্ষেত্রে আগের মতো নগদ অর্থ নেওয়া হচ্ছে। তবে এই ব্যবস্থা চালুর পর মাসখানেক ধরে জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ বন্ধ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি সূত্রে জানা গেছে, ই-পেমেন্ট ব্যবস্থায় রাষ্ট্রীয় কোষাগারে টাকা সরাসরি চলে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ বন্ধ রাখা হয়েছে। সংস্থাটির কর্মকর্তাদের দাবি, এ খাতে ফি বাবদ আয় সিটি করপোরেশনের তফসিলভুক্ত আয় হিসেবে আলাদা কোডের মাধ্যমে নিজস্ব তহবিলে জমা হতে অথবা তাদের যা খরচ হয়, তার পুরোটা সরকারকে দিতে হবে। ই-পেমেন্ট চালুর আগেও জন্ম ও মৃত্যুনিবন্ধনের ক্ষেত্রে আগে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ছিল। একটি নিবন্ধনের জন্য দুই হাজার টাকা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। তাই সরকারকে আহ্বান করছি, ই পেমেন্টর জন্ম ও মৃত্যুনিবন্ধনের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে, তাদের আইনের আওতায় আনা হোক এবং অভিযোগ গুলো সঠিক কিনা তা তদত্ন করা হোক। যেখানে ই পেমেন্টর বন্ধ রয়েছে সেই প্রত্যেক জায়গাতে জন্ম ও মৃত্যুনিবন্ধনের ক্ষেত্রে ই-পেমেন্টর আবার নতুন করে চালু করার ব্যবস্থা -করতে হবে। আর অভিযোগের সঠিক প্রমান মিললে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও পরিমানার আর্দেশ দেয়া হোক।