ঢাকায় একই দিনে দুই বড় দলের সমাবেশ-মহাসমাবেশ হাজার হাজার মানুষকে ফেলেছে ভোগান্তিতে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পথে পথে বাধার সম্মুখীন হতে হয়েছে সাধারণ যাত্রীদের। সাপ্তাহিক ছুটির দিনেও নানা প্রয়োজনে মানুষকে রাস্তায় নামতে হয়। যেখানে শ্রমজীবী মানুষ ঘরের বাইরে না গেলে খাবার জোটে না। এমন পরিস্থিতি আমরা আশা রাখি না। পথে পথে পুলিশ চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী সব যানবাহন তল্লাশি করেছে, কিংবা গাড়ি থেকে আরোহীদের নেমে যেতে বলেছে। এ যে কতখানি ভোগান্তি সেটা শুধু সাধারন জনগনই জানে। যাদের কাজের তাগিদে ছুটির দিনেও সড়কে বের হতে হয়, তার ওপরে কিছু র্রোডে বাস চলাচল নিসিদ্ধ। রিক্সা, সিএনজি ডাইভাররাও দ্বীগুন ভাড়া চান। ১০ টাকার বাসভাড়া সেখানে ৮০ টাকায় রিক্সা ভাড়া দিতে হচ্ছে। ২০ মিনিটের সড়ক ১ ঘন্টায় যেতে হচ্ছে। এতে শুধু ভোগান্তি পোহাচ্ছে, দিন খেটে খাওয়া মানুষেরা। দেশে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার জন্যই নাকি এই সমাবেশ। তাহলে কেনো দু’দিন পর পর সমাবেশ- মহাসমাবেশের নামে জনগনদের ভোগান্তিতে ফেলছে। যেখানে নেতাদের নির্দেশেই কর্মী ও সাধারণ মানুষ এসব সমাবেশে আসেন। গণতন্ত্রের স্বপ্ন দেখেন। কিন্তু সেই কাক্সিক্ষত গণতন্ত্র আর আসে না। বিএনপি এক দফা দাবিতে মহাসমাবেশ ডেকেছে। মহাসমাবেশের পর প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি পাালন করেছে। আওয়ামী লীগও হয়তো পাল্টা কর্মসূচি নেবে। এরপর কী হবে? আর কত চলবে এভাবে। জাতীয় সংসদের এগারোটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও যেখানে কাক্সিক্ষত গণতন্ত্রের দেখা মেলেনি দেশটিতে। গণতন্ত্র হল চর্চার বিষয়। আধুনিক রাষ্ট্র ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থায় এখন পর্যন্ত গণতন্ত্রই প্রমাণিত সর্বোত্তম মতবাদ। আর গণতন্ত্রের প্রধান উপজীব্য হলো নির্বাচন। বাংলাদেশ থেকে গণতন্ত্র আজ নির্বাসিত। গণতন্ত্রের দোহাই দিয়ে বাংলাদেশে পাঁচ বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এতে হাতবদল হচ্ছে ক্ষমতার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গণতন্ত্রায়ন বা সাধারণ মানুষের অধিকারের বিষয়টি এখনো রয়েছে অধরা। সবকিছু মিলিয়ে দেশের রাজনীতিতে চলছে ভয়ানক ক্রান্তিকাল। তবে আমরা চাই গণতন্ত্র হোক স্থায়ী এবং টেকসই। এর জন্য রাজনৈতিক সংস্কার ও সমঝোতার প্রয়োজন।