জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠান শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।
এর আগে সকালে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন পৌর মেয়রসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর নিবার্হী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।