শ্রাবণ মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই রাজধানী ঢাকাসহ দেশের কোথাও না কোথাও মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে প্রায় সবগুলো প্রধান নদনদীর পানি হু হু করে বেড়ে চলেছে। বিপদসীমা পেরিয়ে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তরাঞ্চলে এরইমধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশে প্রতিবছরই ২০ থেকে ২৫ শতাংশ এলাকা বন্যায় ডুবে যায় ভৌগোলিক অবস্থানের কারণে। এতে করে বাস্তুহারা হয়ে পড়ে কয়েক লক্ষ মানুষ। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উজানে ভারতের বিভিন্ন জায়গায় ভবিষ্যতেও বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ফলে আগামীতে বন্যার পরিস্থিতি আরো ভয়াবহরুপ ধারণ করবে। বন্যার কারণে বন্যাকবলিত এলাকা বিদ্যুৎহীন হয়ে পরে,রাস্তাঘাট পানিতে ডুবে ওইসব এলাকার সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানুষের গরু, হাঁস, মুরগি, মাছের খামার, গবাদিপশু, ঘরের আসবাবপত্র, গোলার ধান সব পানিতে ভেসে যায় ফলে সৃষ্টি হয় খাদ্য সঙ্কট। আবহাওয়া অধিদপ্তরের সূত্রমতে, ভারতের চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাউবো সূত্রে জানা যায়, একই দিনে সুনামগঞ্জে সুরমা নদীর পানি ৯১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ভারতের মেঘালয়ে অতিবৃষ্টির কারণে উজান থেকে ঢল নেমে আসছে। ফলে, সীমান্তবর্তী এলাকা দিয়ে সুরমা, কুশিয়ারা, রক্তি, কালনী, ধোপাজান ও জাদুকাটা নদী দিয়ে বিভিন্ন হাওড়ে ঢলের পানি প্রবেশ করছে। তাই নদীর পানি বৃদ্ধি পাঁচ্ছে। ২০২২ সালেও এভাবেই অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ এবং সিলেট পানির নিচে তলিয়ে যায়। সেই শঙ্কা থেকে এখন নদনদীর পানি বাড়া দেখে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। তাই বন্যা হওয়ার আগেই বেশকিছু সতর্কতামূলক প্রস্তুতি নিতে হবে। বন্যাকালীন সময়ে সবচে বড় সমস্যা হলো বিশুদ্ধ পানির সঙ্কট। পানির সঙ্কটের কারণে প্রতিবছর বহু মানুষ বন্যার সময় পানিবাহিত রোগে মারা যায়। তাই আগে থেকেই পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, ফিটকারী মজুদ রাখতে হবে। খাদ্যর অভাব যাতে না দেখা দেয় তাই আগে থেকেই শুকনো খাবার চিড়া, মুড়ি, বিস্কিট ইত্যাদি মজুদ করে রাখতে হবে। বন্যার আগাম প্রস্তুতির জন্য ঘরে খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিশু খাদ্যের ব্যবস্থা, গবাদিপশুর খাদ্য সংরক্ষণ করে রাখা জরুরি। এ ছাড়া নিরাপদ আশ্রয় সন্ধান করে রাখা ভালো, যাতে প্রয়োজনে সেখানে আশ্রয় নেওয়া যায়। সরকারকে খাদ্য ও চিকিৎসা সহায়তার পর্যাপ্ত ব্যবস্থাসহ উঁচু জায়গায় থাকা সব স্কুল-কলেজকে বন্যাদুর্গতদের আশ্রয়ের জন্য জরুরিভিত্তিতে প্রস্তুত করতে হবে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সব সরকারি সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কার্যকরের ব্যবস্থা নিতে হবে। বিশেষত বন্যায় উদ্বাস্তু ও কর্মহীন মানুষের পুনর্বাসনসহ খাদ্য ও অর্থ সহায়তা নিশ্চিতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে হবে। জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব মাথায় রেখে এখানে বন্যা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। আগামী ১০০ বছরে আমাদের নদী অববাহিকাগুলোতে কী ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, তা মাথায় রেখে আমাদের অবকাঠামোগুলোকে পুনর্বিন্যাস করতে হবে, নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে।