চাঁদপুরের মেঘনা নদীতে নতুন আদলে তৈরি মোরিং বয়া স্থাপন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। দেশের দক্ষিণাঞ্চল ও ঢাকা রুটসহ চাঁদপুরের নৌযানগুলোর নিরাপদ যাতায়াতের সুবিধার্থে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নতুন এই ব্যবস্থাপনা।
এই প্রথম চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাট, পুরান বাজার হরিসভা সংলগ্ন ও বহরিয়া এলাকার দুটি স্থানে এ মোরিং বয়া স্থাপন করা হয়েছে। ৩১ জুলাই হতে নদীতে নতুন এই মোরিং বয়াগুলো বসানোর কাজ শুরু করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ চাঁদপুর বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল বাকী জানান, ঝড়ের সময় সরকারি স্থাপনা রক্ষার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে মেঘনা নদীর চারটি স্থানে এ মোরিং বয়া স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে।
তিনি আরো জানান, নদী পথে নৌ-যান রাতে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করতে পারে সে জন্য নৌ স ও প পরিচালক মোঃ শাহজাহান মহতী উদ্যোগ গ্রহন করেছেন। মোরিং বয়া গুলোর চারপাশে নৌ-যান বেঁধে রাখা যাবে। তাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। এখান থেকে নৌ যান গুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে অনায়াশে ছেড়ে যেতে পারবে। কোনো সমস্যা হবে না। আব্দুল্লাহ আল বাকী আরো জানান, চাঁদপুরের নদী পথ যাতে সুন্দর ও সুগম থাকে সে জন্য আমরা চাঁদপুরে এই প্রথম মোরিং বয়া স্থাপন করা হয়। প্রয়োজন হলে আরো মোরিং বয়া এনে স্থাপন করা হবে।।