বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী অফিসারও উপজেলা স্কাউটের সভাপতি মো: নুর-ই-আলম সিদ্দিকীর বদলির জনিত কারণে মঙ্গলবার বিকেলে এক সংবর্ধনা দেওয়া হযয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় এ সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রুহুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের কমিশনার মো: সরওয়ার আলম, উপজেলা স্কাউটের সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল জলিল আনোয়ারী, গ্রুপ কমিটির সভাপতি অধ্যক্ষ উসমান গনি, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: আলমগীর হোসেন, বাগেরহাট জেলা স্কাউটসের কাব লিডার মোঃ সোহরাব হোসেন, উপজেলা স্কাউটের সহ কমিশনার নাসির উদ্দিন মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বিদায়ী নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী বলেন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় নিরলস ভাবে স্কাউটিং কার্যক্রম গতিশীল করলে সমাজ ও পরিবার উপকৃত হবে। আমি আমার সাধ্যমত আপনাদের সহযোগিতায় শরণখোলায় স্কাউট সমাবেশ কমিটি গঠন, কাপ ক্যাম্পুরী সফলভাবে সম্পন্ন করেছি। স্কাউটিং কার্যক্রম বাস্তবায়নে আপনারা আগামী দিনে আরো জোরালো ভূমিকা রাখবেন। সরকারের উন্নয়নে যেসব কাজ হাতে নিয়েছি তা সফলভাবে আপনাদের দোয়ায় সম্পন্ন করতে পেরেছি। আমার জীবনে সততা ও জবাবদিহিতা নিয়ে আগামীদিনে চলতে পারি সেই দোয়া করবেন।