ময়মনসিংহের ভালুকায় কাদিগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের একাংশ ভেঙ্গে শৌচার নির্মানকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দম্পতিকে স্থানীয় একটি প্রভাবশালী চক্র অনিয়মের অভিযোগ তুলে নানাভাবে হয়রানী করছে। অভিযোগগুলো গঠিত তদন্ত কমিটির নিকট মিথ্যে প্রমানীত হওয়ার পরও চক্রটি ওই পরিবারের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কাদিগড় গ্রামে।
সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার কাদিগড় গ্রামের পুলিশ কর্মকর্তা সালেহ ইমরান ও তার স্ত্রী কাদিগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নূপুর আক্তারের বিরুদ্ধে স্কুলের জমি দখল ও ও স্কুলের পুরাতন ভবনের মালামাল আত্মসাধের অভিযোগ এনে স্থানীয় প্রভাবশালী ও ওই স্কুলের ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট সোমাইয়া আক্তারকে প্রধান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার কমিটির অন্য সকল সদস্যদের নিয়ে দিনব্যাপী সরেজমিন তদন্ত ও স্কুলের জমির মাপযোগ করে স্কুলে উপস্থিত স্থানীয় শতাধিক মানুষের সামনে তদন্ত কমিটির প্রধান স্কুলের জমি স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে দেন। এ সময় ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় অভিযোগটি নিস্পতি হয়ে যায়।
স্থানীয় একাধিক ব্যক্তি, অভিভাবক ও কমিটির কয়েকজন সাবেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তদন্তে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণ হওয়ার পরও কিছু লোক হিংসা পরায়ন হয়ে নতুন করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীরা ওই প্রধান শিক্ষিকাকে অন্যত্র বদলীসহ নানা ভাবে হয়রানীর জন্য রাজনৈতিকভাবে বিভিন্ন মহলে দৌড় ঝাঁপ শুরু করেছে।
অপর দিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে অনত্র যাতে বদলী করার না হয় তার জন্য স্কুলের অভিভাবক, কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকাগন উপজেলা শিক্ষা অফিসার বরাবরে আলাদা তিনটি দরখাস্ত করেন।
৩১ জুলাই উপজেলা নির্বাহী অফিসার এঘটনাটি সরেজমিনে তদন্ত করেন। জমিদাতা সদস্যদেরকে জমির বৈধ কাগ জমা দেয়ার জন্য বলেন। এদিকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা নুপুর আক্তারকেই তাদের প্রধান শিক্ষক হিসাবে থাকার জন্য দাবী তুলেন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূপুর আক্তার জানান, স্কুলের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে সাবেক সভাপতি তাকে সহ তার স্বামীর ক্ষতি করার জন্য মিথ্যে ও বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানী করছেন। তদন্তে অভিযোগ মিথ্যে প্রমানিীত হলেও এখন তাকে বদলী করার জন্য উঠে পড়ে লেগেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও তদন্ত কমিটির সদস্য সচিব সৈয়দ আহমদ জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে আনীত কোন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, সবগুলো অভিযোগই ভিত্তিহীন বলে জানান তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও তদন্ত কমিটির প্রধান সোমাইয়া আক্তার জানান, স্থানীয়দের উপস্থিতিতে সবগুলো অভিযোগের বিষয়ে প্রকাশ্য তদন্ত করা হয়, এ সময় কোন অভিযোগই প্রমান করতে পারেনি বাদি পক্ষ। ওই শিক্ষিকা বা তার স্বামীর বিরুদ্ধে কোন অভিযোগই সত্য নয়।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, তদন্তের পরও অভিযোগকারীর আপত্তি থাকায় তিনি সরেজমিন পরিদর্শণ করেছেন।