পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের ধারে একাধিক স্থানে মুগরির লিটার ব্যবসা করায় জনসাধারণের চলাচলে দূভোর্গ। লিটার ব্যবসায়ীরা বিভিন্ন মুরগির ফার্ম থেকে লিটারের বস্তাভর্তি ট্রাক এনে হাইওয়ে সড়কের ধারে যত্রতত্র স্তুপ করে রাখছে। অনেকটা খোলামেলা ভাবে লিটারের স্তুপ করায় পর্চা দূগর্ন্ধে আশাপাশের পরিবেশ ভারি হয়ে উঠছে। এসব লিটারের স্তুপ অনেক স্কুলের নিকটবর্তী হওয়ায় ছাত্র-ছাত্রীরা দূর্গন্ধে ক্লাস করতে পারছে না। ফলে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ওই স্তুপের চারপাশের যে কোন স্থান দিকে চলাচলে চরম দূর্ভাগের স্বীকার হচ্ছে। সরেজমিন গিয়ে দেখা যায় কালান্দিগছ উচ্চবিদ্যালয়ের পাশে সড়কের উত্তর পাশে, বোয়ালমারী বাজার, বটতলী একূয়া বিরিড্রার্স ও সিপাইপাড়া বাজার ও শালবাহা-কালান্দিগছ সড়কের বটতলী নয়াবস্তি মোড়ের কাছে লিটারের স্তুপ চোখে পড়ে। কালান্দিগছ বাজারের দোকান ব্যবসায়ী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা জানান সড়কের পাশে স্কুল সংলগ্ন এলাকায় লিটারের স্তুপ করে ব্যবসা করায় পঁচা দূগর্ন্ধে সড়কে চলাচল করা যাচ্ছে না। বিশেষ করে উত্তর-দক্ষিণের হাওয়া শুরু হলে দূর্গন্ধ যেনো নাকে আসে ঢুকে। এভাবে খোলা মেলা লিটারের স্তুপ করায় আশপাশের প্রায় এক থেকে দেড় কিলোমিটার এলাকায় পঁচা দূর্গন্ধ ছড়িয়ে পড়ে পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে। তাই স্কুলের ছাত্র-ছাত্রী সহ আপামর জনসাধারণ সড়কের পাশে থাকা মুগরির লিটারের স্তুফ অপসারণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, সড়কের ধারে মুরগির লিটারের স্তুপ পরিবেশন দুষণ বিষয়টি আমার নজরে এসেছে। যতদ্রুত সম্ভব তা অপাসারেরন জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।