সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৯ জুলাই সকাল ১০ টায় এ উপলক্ষে ্র্যালী শেষে নলিয়ান রেঞ্জ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এসিএফ এজেডএম হাছানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার খুলনা বুর্াে প্রধান গৌরাঙ্গ নন্দী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথমআলো খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, ডেইলি স্টারের খুলনা প্রতিনিধি দীপংকর রায় ও দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি অসিত কুমার মন্ডল। সিএমসির কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় বাঘ করি সংরক্ষণ সমৃদ্ধ হবে সুন্দরবন এই পতিপাদ্যকে সামনে রেখে এতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রতিবেশ এ্যাক্টিভিটিজ প্রকল্পের সাইট অফিসার মোঃ আলাউদ্দিন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ আবু সাঈদ, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান, নীলকমল বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম, পিএফ সভাপতি মোল্যা মনিরুজ্জামান মনি, ভিটিআরটি দলনেতা মোঃ লুৎফর রহমান, সিপিজি সদস্য রুদ্রা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সরকার, কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বনকর্মী, সিএমসি, সিপিজি, ভিটিআরটি সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।