কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার বিকালে শহরের চিত্রলেখা মোড় হাজী মহসিন সড়কে ২৯ জুলাই ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ ও পুলিশের নির্মম হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করে তারা।
কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সহ-সভাপতি সেলিমুছ সালামের পরিচালনায়
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, ফরিদগঞ্জের সাবেক এমপি লাযন হারুনুর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি এম এ শুকুর পাটোয়ারী, আক্তার হোসেন মাঝি, শরিফ মোহাম্মদ ইউনুস, হুমায়ুন কবির প্রধান, বিএনপি নেতা নুরুল হক জিতু এনামুল হক বাদল, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মনিরা চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম আকাশ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী প্রমুখ।
সমাবেশে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন এবং বৃষ্টি উপেক্ষা করে সেখানে সমবেত হয় তারা। এ সময় নেতৃবৃন্দ বলেন, দফা এক দাবী এক, শেখ হাসিনার পদত্যাগ। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতা কর্মীরা রাজপথ ছাড়বো না।