খুলনার পাইকগাছায় বাণিজ্যিক শহর কপিলমুনির মহাপ্রভু বস্ত্রালয়ের মালিক কর্তৃক মধ্যযুগীয় নির্মম নির্যাতনের দোকান কর্মচারী অমিত। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দোকান কর্মচারী অমিত’র অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ নিষ্ঠুর জঘন্য নির্মম নির্যাতনের বিষয়টি সামাজিত যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠেছে। গত এক সপ্তাহ পাইকগাছায় টক অব দা টাউনে পরিণত হয়েছে। মধ্যযুগীয় নির্যাতনের শিকার অমিতকে উন্নত চিকিৎসা দিতে না পারলে হয়তো পঙ্গুত্ব বরণ করতে পারে বলেও আশঙ্কা ভুক্তভোগী পরিবারের। নির্যাতনের বিষয়টি প্রকাশ পেলে মালিক পক্ষ অমিতের চিকিৎসার আশ্বাস দিয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। মধ্যস্থতাকরীদের চাপের মুখে সামন্য টাকার বিনিময়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টার অভিযোগ উঠেছে। জানাগেছে, উপজেলার কপিলমুনি বাজারের মসজিদ রোডে অবস্থিত মহাপ্রভু বস্ত্রালয়ের মালিক অসীম সাধুর পুত্র প্রভাবশালী বিশ্বজিৎ সাধু ও তার লোকজন কর্তৃক বর্বর নির্যাতনের শিকার অমিতের অবস্থা এখন আশঙ্কাজনক। গত ২৪ জুলাই সকাল ১১টার দিকে অমিতকে ডেকে নেয় বিশ্বজিৎ সাধু। নিয়ে যাওয়া হয় কপিলমুনি সদরস্থ নিজ বাসভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে। সেখানে আগে থেকেই অবস্থান করছিল তার লোকজন। তাকে ঘরে ঢুকিয়ে দরজা আটকিয়ে দেয় তারা। এক পর্যায় তাকে বেঁধে ফেলা হয়। চুরির মিথ্যা নাটক সাজিয়ে স্বীকারোক্তি আদায়ে শুরু হয় নির্যাতন। বিরামহীন নির্যাতনের এক পর্যায় রাত ১টা পর্যন্ত দোকান কর্মচারী অমিতকে চুরির অপবাদে দফায় দফায় নির্মম বর্বরচিত নির্যাতন চালায়। তাদের অত্যাচারে সীমা এতোটাই যে, একাধিকবার জ্ঞান হারায় অসহায় অমিত। মারপিঠে মারাত্মক আহত করার পরও ক্ষ্যান্ত হয়নি পাষন্ডরা। একপর্যায় সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলা হয় অমিতকে। কিন্তু অস্বীকৃতি জানালে ভিন্ন কৌশল অবলম্বনে শুরু হয় অমিতকে বিদ্যুৎ এর শর্ট দেয়ার তোড়জোড়। যথারীতি কানের পিছনে সহ শরীরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক শর্ট দেওয়া হয়। সমস্ত শরীর পুড়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় কালো দাগের চিহ্ন রয়েছে যা দু-চোখে দেখা যায় না বলে জানান এক প্রত্যাক্ষদর্শী। সূত্র জানায়, কপিলমুনি বাজারে প্রভাবশালী কাপড় ব্যবসায়ী মহাপ্রভু বস্ত্রালয় মালিক অসীম সাধুর দোকানে কয়েক বছর ধরে শ্রমিকের কাজ করতেন নির্যাতনের শিকার অমিত। এর ফলে অমিত দোকান মালিকের কাছে তার দীর্ঘ দিনের প্রাপ্য বেতনের টাকা চাইলে মালিকের পুত্র বিশ্বজিৎ সাধু তার পাওনা টাকা দিতে অস্বীকার করে। এক পর্যায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে তারা। এরপর রাগ সাধতেই তাকে চুরির অপবাদ দিয়ে কর্মচারী অমিতকে বাড়িতে ডেকে নিয়ে যায় বিশ্বজিৎ সাধু। প্রভাব খাটিয়ে তার উপর বর্বরচিত নির্যাতন করে আহত করা হয়। বর্তমানে অমিতের অবস্থা আশঙ্কাজনক। তার কান দিয়ে রক্ত বের হয়ে আসছে বলে জানাগেছে। তার প্রস্রাব ও পায়খানার সাথে রক্ত পড়ছে বলে একাধিক সূত্র জানিয়েছে। সূত্র জানায়, ইতোমধ্যে মধ্যস্থতাকারীদের চাপের মুখে অমিত পরিবার আপস করতে বাধ্য হয়েছে। তার কাছ থেকে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেয়া স্টাম্পটি ফেরৎ ও যত সামান্য কিছু টাকা অমিতের পরিবারকে দিয়েছে পাষন্ডরা। এমনকি কর্মচারী নির্যাতনের বিষয় পত্রিকায় প্রকাশ না পায় তার জন্য চলছে ভিন্ন ভিন্ন কৌশল। এ বিষয়ে জানার জন্য অসীম সাধুর সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। অমিতের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টিতে নেয়ার অনুরোধ জানিয়েছেন। জানাগেছে অমিত খুলনার নোয়াপাড়ার মানিক অধিকারীর ছেলে। বর্তমানে সে অসুস্থ পিতামাতা সহ সপরিবারে পাইকগাছার কপিলমুনি বসবাস করছেন। মধ্যযুগীয় নির্যাতনকারীরা আইনের আওতায় আনতে প্রসাশনের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।