কচুয়ায় আগামী ১৫ আগস্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস-২০২৩ যথায়োগ্য মর্যদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্থুতি সভা রোববার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যান্য অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, কচুযা থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মো: আনিসুর রহমান, সিনিয়ার মৎস্য কর্মকর্তাা প্রনব কুমার বিশ্বাস, শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হক, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, মুক্তিযোদ্ধা তমান্ডার শিকদএকাডেডিক সুপারভাইজার মেহেদী মান্না, তথ্য আপা বিজয়া লোপা, কচুয়া ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, মঘিয়া ইউপি চেয়ারম্যন এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী,বিআরডিবি কর্মকর্তা মো: বজলুর রহমান,এপি ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন কচুয়া এপি তপন কুমারসহ ্উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। এছাড়া সকাল ১১টা ৩০মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা এর ৯৩ তম জন্মবার্ষিকী পালনের এক প্রস্তুতি সভা ও দুপুর ১২ টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।