জামালপুরের সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে আবু বক্কর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পৌরসভার কামরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের কামরাবাদ এলাকার রুবেল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন পৌরসভার কাউন্সিল সাখাওয়াতুল আলম মুকুল।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত শিশু আবু বক্করসহ কয়েক শিশু বাড়ীর পাশে খেলা করছিল। এ সময় শিশু আবু বক্কর হঠাৎ করে পাশের ডোবার পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন পানিতে খোঁজে দুই ঘন্টা পরে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় পরিবারে মাঝে বয়ছে শোকের মাতম।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার আই খন্দকার মাসুদ খালিদ বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।