রূপসায় খানকা-এ-চিস্তীয়া দরবার শরীফ এর উদ্যোগে পবিত্র আশুরা ১০ই (মুহররম) পালন উপলক্ষে শনিবার ২৯ জুলাই বাদ যোহর রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জয়পুরস্থ চিস্তীয়া মঞ্জিলে আলোচনা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচনা ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন, জয়পুর শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ আবদুল জলিল। আমগুড়িয়া দরবার শরীফ (ভারত) প্রধান খলিফা, হযরত শাহ্ সুফি সৈয়দ সফিউর রহমান চিস্তী (কাচ্চু) এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেশমা আক্তার, হাজী মুহশিন কলেজের প্রভাষক সৈয়দ মোস্তাফিজুর রহমান, সৈয়দ মতিয়ার রহমান, সৈয়দ মফিজুর রহমান, মো. জলিল মোড়ল, মো. মাসুম রেজা, মো. হিরন শেখ, খালিদুর রহমান শেখ, আক্কেল আলী, সুরত মল্লিক, মো. ফজলুল হক জোয়াদ্দার, গাজী আবদুস সাত্তার, সৈয়দ নাঈমুর রহমান প্রমুখ।