কচুয়ায় ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।পুলিশ জানায় যে, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আবদুল আলিম ও এএসআই মোঃ রকিব উদ্দিন মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী মোঃ শিপন শেখ (২১)কে কচুয়া থানার সাইনবোর্ড সাকিনস্থ সাইনবোর্ড গোল চত্ত্বরের দক্ষিণ পাশে “শিকদার মুসলিম সুইটস” নামক খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে গতকাল বিকাল ৪টা ৫৫ মিনিটে ১০পিচ ইয়াবা সহ আটক করে।আটককৃত শিপন শেখ বাগেরহাট জেলা সদরের রাজাপুর গ্রামের মো: সিরাজুল ইসলামের পুত্র। আসামীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার মামলা করা হয়েছে।