মুক্তিযুদ্ধে সুন্দরবন সাবসেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ শরণখোলা এ স্মরণ সভার আয়োজন করে। শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধকালীন ইয়াং অফিসার ষ্টুডেন্ট ক্যাম্প কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, জাতীয় পার্টি শরণখোলা উপজেলা সভাপতি বদরুজ্জামান আবু গাজী, সিনিয়র সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, রায়েন্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান বাবুল তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান হারেজ, রুহুল আমীন প্রমূখ। বক্তারা মুক্তিযুদ্ধে মেজর জিয়ার কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন। স্মরণসভা শেষে মেজর জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয় অনুষ্ঠিত হয়।