রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ধুলগাড়ি গ্রামে একাকিত্বের সুবাদে মিজানুর রহমানের পৈতৃক সুত্রে প্রাপ্ত জমি জোরপুর্বক দখলের অপচেষ্টা করছে প্রতিপক্ষের দাঙ্গাবাজ প্রকৃতির লোকজন। প্রাপ্ত অভিযোগে জানা গেছে,উক্ত গ্রামের মৃত আবদুর রহমানের একমাত্র ছেলে মিজানুর রহমান পৈতৃক ও ক্রয়সুত্রে বর্নিত মৌজার ১৬৭ খতিয়ানভুক্ত ৫৪১ নং দাগের ১৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। সাম্প্রতিক সময়ে ওই জমি নিজেদের দখলে নেয়ার উদ্দেশ্যে গত ১৫ জুলাই একই গ্রামের মৃত দিদার আলীর ছেলে আফজাল হোসেন,ফছির উদ্দিনের ছেলে সাইফুল ও আবদুল করিম,আব্দুল করিমের ছেলে রাসেল মিয়া ওই জমিতে রোপনকৃত মরিচ ও হলুদ উপড়ে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এতে বাধা দিতে এলে মিজানুরের স্ত্রীকে টানা হেঁচড়া করে মাটিতে ফেলে দিয়ে মারপিট করে। মিজানুরকে পিটিয়ে একটি দাঁত ভেঙ্গে দেয়। যাবার সময় এরা আবারও ওই জমিতে আবাদ করলে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এর আগে ৫ জুন তারিখেও একই ধরনের ঘটনা ঘটায়। বিষয়টি পীরগঞ্জ থানা পুলিশকে অবগত করে কোল ফল না পেয়ে অনন্যোপায় মিজানুর রহমান রংপুর সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে সি আর নং-৩৮৪/২০২৩ মামলা দায়ের করেছেন।