বাগেরহাটের কচুয়ায় দুর্বৃত্তরা গভীর রাতে এখলাস শেখ ও সোহাগ শেখের ক্ষেতের কলাগাছ ও পেঁপে গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় ঐ কৃষকদের ৮ হাজার ৫ শত কলাগাছ ও ১ হাজার ১ শত পেপে গাছ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের বাড়ি কচুয়া উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ দুই কৃষক আমাদের প্রতিনিধিকে জানান,তারা দুজন ৩ একর জায়গার উপর কয়েক বছর ধরে কলা গাছ,পেপে গাছ ও কিছু বেগুন গাছের চাষ করে আসছিলেন।কিন্তু এলাকার কিছু কুচক্রী মহলের সহায়তায় গতকাল গভীর রাতে তাদের ক্ষেতের বেগুন গাছ বাদে অন্য সব গাছ কেটে ফেলেছে। তারা আরো উল্লেখ্য করেন তাদের ক্ষেতে ২ হাজার ৫ শত এর মতো ফলন্ত কলাগাছ,নতুন কলা গাছ ২ হাজার এবং ৪ হাজারের মতো কলার চারা ছিল।এছাড়া ৫ শত টি ফলন্ত পেপে গাছ ও ৬ শত চারা পেপে গাছ ছিল। যার সব গুলোই দুর্বৃত্তরা গত ২৫ জুলাই রাতে কেটে ফেলেছে। এতে তাদের ১৫ থেকে ২০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান।ঘটনাটি মৌখিকভাবে থানায় জানানোর পর কচুয়া পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এছাড়াও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান ও জনপ্রতিনিধি মাহাবুব ঘটনা স্থল পরিদর্শন করেছেন।এ বিষয় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।