সিরাজগঞ্জের রায়গঞ্জে ইয়ুথ লিডার্স কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে তামাক ও মাদক প্রতিরোধের মাধ্যমে ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোকার লক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এর ঢাকা'র পরিচালক ও অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ আবদুল আজিজ। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কে.এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, রায়গঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও রায়গঞ্জ উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরনবী তালুকদার, উপজেলা অ্যাকাডেমিক সুপারফাইজার নুরনবী প্রমুখ। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন তামাক প্রতিরোধের মাধ্যমে ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করে। সেমিনারে তামাকজনিত রোগ নিয়ে মূল প্রতিপাদ্য উপস্থাপন করা হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় ৭ শতাংশ অপ্রাপ্তবয়স্ক মানুষ ১৩-১৫ বছরের মধ্যে কোনো না কোনো ধরনের তামাক ব্যবহার করে। ৫৯ শতাংশ মানুষ পাবলিক প্লেসে পরোক্ষ ধূমপানের শিকার হন। তাই কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্য অর্জনে ও জনস্বাস্থ্য রক্ষার্থে এবং অসংক্রামক রোগ প্রতিরোধে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয়তা অপরিসীম। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। সে লক্ষ্য অর্জনে আমাদের তরুণ সমাজকে ভূমিকা রাখতে হবে। তাদের নিজ নিজ এলাকায় ধূমপান ও তামাক প্রতিরোধে কাজ করতে হবে। তাছাড়া, বর্তমান তরুণ প্রজন্মকে অবশ্যই ধূমপান ও তামাক প্রতিরোধের লক্ষ্যে সচেতন হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে উপজেলার ৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচশতাধিক ইয়ুথ লিডার অংশগ্রহণ করে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন।